কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

একটি নতুন দল সরকারের ভেতরে থেকে সুবিধা নিচ্ছে : আমিনুল হক 

রাজধানীতে মিরপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীতে মিরপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভেতরে থেকেও সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, এটা কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ কথা বলেন।

আওয়ামী লীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীর বিএনপিতে কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে তিনি বলেন, গত ৫ আগস্টের পরে একটি মহল বিএনপির নামে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার করছে। তারা নিজেদের ফায়দা নেয়ার জন্য বিএনপির ওপরে অনেক মিথ্যাচার ও দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ, বাংলাদেশে তো এখন আর কোনো আওয়ামী লীগ নেই। সবাই এখন বিএনপি হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ থেকে আসা লোকেরা নব্য বিএনপি সেজে দেশে সব অপকর্ম ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তবে কোনো অনুপ্রবেশকারীর বিএনপিতে কোনো সুযোগ নেই।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে দলটির এই নেতা বলেন, যারা দখলদারি-লুটতরাজ করে, তারা বিএনপির কর্মী হতে পারে না। তারা শহীদ জিয়ার সৈনিক হতে পারে না। যদি ভুলেও আমাদের দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বিএনপিতে কোনো প্রকার অন্যায়কারীর ঠাঁই নেই।

স্বৈরাচার ও তার দোসররা চুপচাপ নেই এমন মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। তারা বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারই আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুলের সভাপতিত্বে এবং মিরপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলুর যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, মামুন হাসান, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপিকে ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তারা দলের শত্রু’

শিশু ধর্ষণের খবর শুনে মারা গেলেন পিতা 

ফি বাতিল হওয়া ট্রান্সক্রিপ্ট তুলতে লাগে ৮০০ টাকা

ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ী আটক

ধর্ষণ ‘মব’ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন : গণসংহতি আন্দোলন

বনানীতে নারীদের চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার

না পারলে ক্ষমতা ছেড়ে দেন : দুদু

একটি নতুন দল সরকারের ভেতরে থেকে সুবিধা নিচ্ছে : আমিনুল হক 

চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ক্যাম্পে যোগ দিলেন ফাহমিদুল ইসলাম

১০

ফ্যাক্ট-চেকিং নিয়ে সিজিএস এর কর্মশালা অনুষ্ঠিত

১১

চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

১২

মাঝ রাতে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে এম-ট্যাবের শ্রদ্ধা

১৪

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে

১৫

হাবীবুল্লাহ্ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

১৬

বুয়েটে চান্সপ্রাপ্ত শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান

১৭

নারী নির্যাতনের বিরুদ্ধে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

১৮

জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

১৯

জেলেনস্কির পর সৌদি যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X