কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘সংস্কার ও স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নাই’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

সংস্কার এবং স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, একটি গোষ্ঠী একটি মহল এবং একটি নতুন দল তারা সংস্কার এবং স্বৈরাচারের দোসরদের বিচার না করা পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানার কথা বলছে।

শনিবার (০৮ মার্চ) মিরপুর এমডিসি স্কুল এন্ড কলেজ মাঠে পল্লবী রুপনগর থানার শহীদ গুম পরিবার,ওলামা,শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, আমরাও দেশে পরিপূর্ণ ভাবে সংস্কার চাই এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার চাই। স্বৈরাচারের বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্র সংস্কারের সাথে বাংলাদেশে নির্বাচনের কোন সম্পর্ক থাকতে পারেনা। কারণ নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

এসময় তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের ৬ মাস হতে চলেছে। এখনো পর্যন্ত সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি।

আমিনুল হক এসময় অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দ্রুত একটা জাতীয় নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকারই পারবে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে এবং স্বৈরাচারের বিচার ও পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে।

এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমরা জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার মূলমন্ত্র, স্তম্ভ, ঘোষণাপত্র কোন কিছুই আজ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি।

এসময় তিনি আরও বলেন, দীর্ঘ গত ১৭ বছরের ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর এসে আমাদের রাজনীতির একটা শক্ত স্তম্ভ ও পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি হউক।

এসময় বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যখন সুন্দর বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন দেখছি, ঠিক তখনি আমরা বিভিন্ন মহল থেকে কিছু কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। জনগণ কোনো ষড়যন্ত্রই সফল হতে দিবে না।

সিটি ক্লাবের সভাপতি তারিক আল মামুনের সভাপতিত্বে এবং পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান ও যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির এর যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো: মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো: ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, জাহাঙ্গীর মোল্লা, রেজাউর রহমান ফাহিম, আবুল হোসেন আব্দুল, আশরাফুজাহান জাহান, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, সালাম সরকার, মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন, সাজ্জাদ হোসেন মোল্লা, নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর), জাহেদ পারভেজ চৌধুরী, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী, রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইন্জি: মজিবুল হক, আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ মো: নজরুল ইসলাম, রুপনগর আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মো: শাহ আলম মোল্লা, স্কুলের শিক্ষকদের মধ্যে খালেকুজ্জামান জুয়েল, মো: শহিদ উল্লাহ, এস এম বোরহান উদ্দিন, মোস্তফা কামাল খোশনবীস, তাবলীগ এর আমির নূরুল আমিন, মাওলানা মাওলানা আবদুল বাতেন, মাওলানা নাসির উল্লাহ, মাওলানা আবুল কালাম, আতাউর রহমান ও মো: সায়েম।

এছাড়াও গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, তরিকুল ইসলাম তারা ও বৈষম্য আন্দোলনে শহীদ শাকিল, লিটন হাসান, মকবুল হোসেন, জাহিদুল ইসলাম রাসেল, আসিব ইকবাল, আনোয়ার হোসেন এর পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আশিকুর রহমান কাসেমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় একই সঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

সম্পত্তির জন্য স্ত্রী-সন্তানদের নির্যাতনের শিকার খুইল্লা মিয়া

হার্ভার্ড বিজ্ঞানীর দাবি / গাণিতিক সূত্রে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ সম্ভব

গাঁজা সেবনের অভিযোগে শিক্ষার্থীদের হাতে ধরা খেল পুলিশ

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল

মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

ঘুরতে বেরিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

কাজে গতি ফেরাতে কর্মকর্তাদের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক কাল

‘ইসলাম ধর্ষককে প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে’

১০

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ছাত্র সংগঠনকে এক হওয়ার আহ্বান

১১

বিচারহীনতার কারণেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা থামছে না : ইউট্যাব

১২

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৩০

১৩

গ্রেপ্তার ৫ ডাকাতের মধ্যে ছিলেন যুবদল ও ছাত্রদলকর্মী

১৪

চট্টগ্রামে আ.লীগের ৩৯ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

কাতারের প্রধানমন্ত্রী / ‘ইরানে হামলা হলে ৩ দিনে পানিশূন্য হবে পারস্য অঞ্চল’

১৬

বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা চায় খেলাফত মজলিস

১৭

অফিসে আসতে দেরি, কর্মীদের বেত্রাঘাত এমডির

১৮

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী কারাগারে

১৯

‘কোরআনের বিধান প্রতিষ্ঠা হলে দেশে ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধ হবে’

২০
X