আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নানা ধরনের ভুয়া ও মিথ্যা খবর প্রকাশিত হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের ফ্যাক্টচেক বিভাগ থেকে সেসব খবরের প্রতিবাদ ও বিবৃতি জানিয়েছে।
এবার ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তা না হলে সব অর্জন বিফলে যাবে বলেও সতর্ক করেন তিনি।
শুক্রবার (৭ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন হাসনাত।
তিনি বলেন, ধর্মের নামে ইসলাম পরিপন্থি সব কাজের বিরুদ্ধে আলেম-ওলামাদের সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।
সাঈদী ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সে জন্য সব ওলামাকে মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্তব্য করুন