মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবরকে কেন্দ্র করে বিদাত, শিরক থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তার পরই মাসুদ সাঈদী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, পুরো কবরস্থানকে এখন ঘিরে ফেলা হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
রোববার (২০ আগস্ট) জামায়াতের নড়াইল জেলার কর্মী সম্মেলনের অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, কিছু ভক্ত সাঈদীর কবরে গিয়ে চুমু খাওয়া, বিলাপ করে কান্নাকাটি, কবর থেকে মাটি নিয়ে আসা ছাড়াও এমন কিছু কাজ করছেন যা শিরক ও বিদাতের শামিল। শিরক ও বিদাতের মতো হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। দেশ ও প্রবাসে বহু মানুষ সাঈদীর আত্মার মাগফিরাতের জন্য দান-সাদাকা ও দোয়া করছেন। সাঈদী সারাজীবন কবর ও মাজার পূজার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুধু জিয়ারতের উদ্দেশে কবরে যাওয়া জায়েজ নয়।
জামায়াত আমিরের এই বার্তার পরই মাসুদ সাঈদী তার ফেসবুক পেজ লেখেন, সাঈদী সারাজীবন কবর ও মাজার পূজার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এ ব্যাপারে কুরআন-হাদিসের আলোকে মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। সুতরাং আমরা সবাইকে সাবধান করছি- কেউ শিরকের মতো হারাম কাজে নিজেদের সম্পৃক্ত করবেন না। আল্লাহ নারাজ হন এমন কোনো কাজ করবেন না। শিরক ও বিদআতের মতো হারাম কাজ থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শিরক ও বিদআত মুক্ত জীবন-যাপন করার তাওফিক দান করুন।
সাঈদী ভক্ত সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি- আলহামদুলিল্লাহ পুরো কবরস্থানকে এখন ঘিরে ফেলা হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কবরস্থানের ভেতরে প্রবেশের কোনো পথ আর খোলা নেই। আশা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে উপর্যুক্ত কোনো কাজ কেউ করার কোনো সুযোগ আর পাবে না। আল্লামা সাঈদীর কবরকে ঘিরে শিরক-বিদআতমূলক কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।’
সবার নিকট তিনি দোয়া চেয়ে সর্বশেষ বলেন, ‘আপনারা দোয়া করুন- আল্লাহ জাল্লা শানুহু যেন দয়া করে সমাজ থেকে শিরক বিদআত মূলোৎপাটনের যুদ্ধের অগ্রসেনা ‘কোরআনের পাখি’ আল্লামা সাঈদীকে ‘জান্নাতের পাখি’ হিসেবে কবুল করে নেন।'
উল্লেখ্য, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গত ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন