নতুন দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পার্টির আত্মপ্রকাশের ঘোষণায় দলের ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহবুব আলম মাহিরের নাম ঘোষণা করা হয়।
মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে হাজী মুহাম্মদ মহসীন হলের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকত্তোর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আস্ট্রেলিয়ার University of Wollongong (UOW) থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠানে দলের সাংগঠনিক কাঠামোতে কারা রয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির একজন নেতার কাছ থেকে আহ্বায়ক কমিটির একটি তালিকা পাওয়া গেছে। সেখানে বিভিন্ন পদে ১৭১ জনের নাম রয়েছে।
এর আগে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এতে দলের নাম জাতীয় নাগরিক পার্টি চূড়ান্ত করা হয়। নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।
মন্তব্য করুন