জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আরশাদুল হক।
আরশাদুল হক চট্টগ্রামের বাঁশখালীর সন্তান। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। দায়িত্ব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভাইস প্রেসিডেন্ট হিসেবে।
পেশায় তিনি একজন সাংবাদিক ও উন্নয়ন কর্মী। আরশাদ জুলাই অভ্যুত্থান ও আওয়ামী আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন দিনের রাজনীতিতে নিজ এলাকা তথা দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তিনি।
মন্তব্য করুন