রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল বাছিত আজাদ বলেছেন, মহান আল্লাহ রমজান মাসে রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ করেছেন। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারীরিক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সব মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এ ক্ষেত্রে দায়িত্ব অনেক বেশি।
তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়াপনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।
বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মহানগরী সহ-ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী ও ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ।
নেতাদের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন- কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আযাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মল্লিক কিতাব আলী, সেলিম হোসাইন, মনসুরুল আলম মনসুর, আনিসুর রহমান শিপলু, গিয়াস উদ্দিন, এনায়েত রাব্বি একরাম, মোহাম্মদ নিজাম উদ্দিন।
মন্তব্য করুন