কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বানানো মঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। ধর্মীয়গ্রন্থ পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে জাতীয় সঙ্গীত গান।

মঞ্চের সামনেই রাজনৈতিক নেতা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের আসন সাজানো হয়েছে। এরপরই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা পরিবারের জন্য আসন।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তার মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

কূটনীতিবিদদের মধ্যে ঢাকায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস রেন্ডাল, পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গালও এসেছেন।

নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তা চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে জানা যায়, এই দলে আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হচ্ছে নুসরাত তাবাসসুমকে ও সদস্যসচিবের পদ দেওয়া হচ্ছে আখতার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পাচ্ছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের কার্যনির্বাহী কমিটি ১৫১ সদস্যের হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন। শীর্ষ দশ পদের তিন থেকে চারটিতে থাকছে নারী। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশগ্রহণ থাকবে এই দলে। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পোস্টে গতকাল বলা হয়, জুলাইয়ের সাহসী নারীদের আমরা হারাতে দেব না। নতুন রাজনৈতিক দলসহ অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের সামনের কাতারে দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

আইনের শাসন না থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয় : তারেক রহমান

নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন

আমিরাতের আকাশে চাঁদ দেখা গেছে, কাল রোজা

জাতীয় টেনিসে জারিফ-সুমাইয়া সেরা

শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করল বাংলাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে শহীদ আবু সাঈদের ভাইয়ের স্ট্যাটাস

৩২ জেলার দায়িত্ব পেলেন সারজিস

কিংসে রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার

১০

পবিত্র মাহে রমজানের চাঁদের ছবি প্রকাশ

১১

জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে : আমিনুল হক 

১২

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া – অপেক্ষায় আফগানিস্তান

১৩

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন আরশাদুল হক

১৪

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু শনিবার

১৫

অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ

১৬

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৭

নতুন দলের যুগ্ম মুখ্য-সমন্বয়ক হলেন তারিকুল ইসলাম

১৮

বিস্তীর্ণ ফসলি জমির মাঝে অচল ১৮ লাখ টাকার সেতু

১৯

লক্ষ্মীপুরে ২১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

২০
X