কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না : রিজভী

‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্ত দুজনকে চিকিৎসা সহায়তা কর্মসূচি। ছবি : কালবেলা
‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্ত দুজনকে চিকিৎসা সহায়তা কর্মসূচি। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো মানুষ; কিন্তু কাজের দক্ষতা দেখাতে পারছেন না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। সাংস্কৃতিক নানা কর্মসূচিতেও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত দুই ব্যক্তির চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না; কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সামাজিক-সাংস্কৃতিক স্বস্তি ফিরে আসবে এইটাই মানুষের প্রত্যাশা। কেবল একটি গোষ্ঠী স্বস্তিতে থাকবে সেটা তো হয় না।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনও যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না।

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে। রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে তিনি বলেন, কে কত সমাজ সেবা করেছে তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। পুলিশ ঠিকমতো কাজ না করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। এগুলো থামাতে হবে। বিএনপি অসহায় ও গরিব মানুষের সঙ্গে থাকবে বলে তিনি জানান। বসন্ত বরণে বাধা, মাজারে হামলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনোই একমুখী দেশ হতে পারে না।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, অসুস্থ দুজন ব্যক্তি পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা আমরা বিএনপি পরিবার তাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি) প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা-কৃমি-কেঁচোতে আক্রান্ত : ব্যারিস্টার ফুয়াদ 

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

‘হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে’

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

আনন্দ-উল্লাসে আবুধাবিতে বাংলা নববর্ষ উদযাপিত

জ্বালানি খাতে ২৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে সরকার

নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

খুলনায় আ.লী‌গের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

মানুষের চোখে কখনো দেখা যায়নি এই রং, দাবি বিজ্ঞানীদের

সিলেটে টেস্ট / প্রথম সেশনে বাংলাদেশের ভালো শুরু, তবে বৃষ্টির হানা

১০

স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি

১১

তাহলে কি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি?

১২

ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বিএনপি

১৩

এখনো খোঁজ মেলেনি অপহৃত সেই ৫ শিক্ষার্থীর

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ ঘোড়া

১৫

ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

১৬

ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন

১৭

বড় ভাইয়ের লোকজনের ধাওয়ায় পালিয়েও বাঁচতে পারল না ছোট ভাই

১৮

বিয়ের আসরে হবু শাশুড়িকে দেখে পালালেন বর

১৯

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ২

২০
X