কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষ অবিলম্বে ভোট দেওয়ার জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায়’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

দেশকে গণতন্ত্রের পথে নিতে ভোট দেওয়ার জন আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, মহান ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা- সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজকে এই ২০২৫ সালে এসে মানুষের-নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। আসুন, আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই। আমাদের একুশের আদর্শটা আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে।

ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ একটি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। পাশাপাশি তারা এই সরকারের কাছে আরও একটি দাবি করেছে, সেটি হচ্ছে- আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরাচার থেকে আমাদের সমাজকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে। এই দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কি করছে না- এটা কিন্তু বাংলাদেশের মানু্ষের রাডারে রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কারণ, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে- তারা কখনো স্টাবলিসমেন্টকে মেনে নেয় না। জনগণ আজকে যাকে ভালোবাসে, তারা যখন ক্ষমতায় যায়- এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহিতার জন্য আবার ফুঁসে উঠে- এটা সকলকে স্মরণে রাখতে হবে।

ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ’২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আবদুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। ভাষা আন্দোলনেও প্রতিবাদ করেছে ছাত্রসমাজ। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪ এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গ্রথিত। সেই সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেবার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি- আসুন, আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।

মঈন খানের সভাপতিত্বে এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১০

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১১

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৩

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৪

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৬

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং উন্নতির আশা জাকের আলীর

১৭

‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না’

১৮

‘পরিপূর্ণ সংস্কার করতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার’

১৯

‘জামায়াত নেতা আজহারুলের মুক্তি মেলেনি, হতবাক দেশবাসী’ 

২০
X