বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য শুভেচ্ছা উপহারস্বরূপ সৌদি আরবের খেজুর পাঠিয়েছেন দেশটির বাদশাহ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাদশাহর পক্ষে ঢাকার সৌদি দূতাবাস থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ খেজুর পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সৌদি বাদশাহর এই শুভেচ্ছা উপহার গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়া বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। বাসা থেকে দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
মন্তব্য করুন