জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ অুনসন্ধানে প্রমাণিত না হওয়ায় নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো. হারুনুর রশিদ আজাদ ও তার স্ত্রীকে রেহাই দিয়েছে দুর্নীতি দমন কমিশনের ( দুদক)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সচিব খোরশেদ ইয়াসমীনের এক চিঠিতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পরিসমাপ্তি ঘোষণা করে স্বাধীন দুর্নীতি বিরোধী সংস্থাটি।
হারুনুর রশিদ আজাদ বর্তমানে নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নোয়াখালী পৌরসভার সাবেক দুইবারের নির্বাচিত মেয়র।দুদকের সচিব খোরশেদ ইয়াসমিনের সই করা চিঠিটি মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব, দুদুকের চেয়ারম্যান, দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল), পরিচালক (পর্যবেক্ষণ ও বিশারদ), দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও নোয়াখালীর উপপরিচালককে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন