দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মো. জাকির হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম সাত্তার।
তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান শনিবার এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
মন্তব্য করুন