শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ
সরকারকে শরীফ উদ্দিন জুয়েল

আপনারা ডেভিল ধরতে না পারলে যুবদলকে দায়িত্ব দিন 

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্টের’ প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

তিনি বলেন, সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে এবং দেশের বাইরে বসে এখনও ষড়যন্ত্র করছে। এমন পরিস্থিতিতে দোসরদের ধরার কর্মসূচিকে আমরা সমর্থন জানাই। তবে আমরা বলতে চাই, দোসররা সরকারের প্রশাসনের উঁচু পদে বসে আছে। সচিবালয় থেকে শুরু সব মন্ত্রণালয়ে বসে থাকা ডেভিলদের খুঁজুন। আপনারা না পারলে যুবদলকে দায়িত্ব দেন। দেখুন, সবাইকে গর্ত থেকে টেনে বের করব।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে জুয়েল বলেন, যুবদলের রাজনীতি করতে গেলে সব সময় জনগণের পাশে থাকতে হবে। তাদের হৃদয়কে বুঝতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। তারেক রহমানের নির্দেশ মেনে আমরা রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চাই। রাজনীতির চর্চা আর মানুষের ভালোবাসায় উদাহরণ সৃষ্টি করতে চায় যুবদল। আর যুবদলের রাজনীতি করতে হলে সর্বস্তরের নেতাকর্মীকে মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতিটি নির্দেশ মেনে চলতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে। সমস্ত ফ্যাসিস্ট আইন বাতিল করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই যুবনেতা আরও বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের চেয়ারম্যান অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তার নির্দেশ মেনেই আমরা বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতার করব। তবে সরকারের প্রতি আহ্বান জানাই- নূন্যতম সংস্কার করে, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবাচন দিন। যাতে গত ১৭ বছর ধরে বঞ্চিত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাদের নিজের পছন্দমতো শাসক বেছে নিতে পারে।

আয়নাঘরসহ জনগণের ওপর বিগত সরকারের বীভৎস নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ভিন্ন মত সহ্য করা তো দূরের কথা, স্বাধীনভাবে ধর্মও পালন করতে পারেনি। দেশের আলেম সমাজের ওপর কি ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। মসজিদের খুতবা দিতে গেলেও কাগজ ধরিয়ে দিয়েছে তারা। কি বলা যাবে, কি বলা যাবে না এসব তারাই ঠিক করে দিত। নানা অজুহাতে মামুনুল হকসহ বড় বড় আলেমদের জেলে ভরে দেওয়া হয়েছিল।

মোহম্মদপুরের কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, যারা কিশোর গ্যাংয়ের সদস্য তাদের বয়স কত? বিগত ১৭ বছর ধরে কিশোর গ্যাং কারা তৈরি করেছিল? তাদের ধরুন। এই যে কিশোর গ্যাংয়ের তান্ডব, মোহম্মদপুরের আইনশৃঙ্খলার অবস্থা সব কিছুর জন্যই স্বৈরাচার ও তাদের দোসররা দায়ী। তারাই এই অস্থিতিশীলতা তৈরি করছে। সরকারকে ব্যর্থ করতে চাইছে, সুযোগ বুঝে আবারও ফিরে আসতে চাইছে। তবে আমি বলতে চাই, নির্বাচনে হেরে যারা সরকার থেকে বিদায় নেয়, তারা ফিরে আসে। কিন্তু জনগণ যাদের উৎখাত করে, তাদের ফিরে আসার সুযোগ নেই।

ছাত্র-জনতার আন্দোলনে মোহম্মদপুরবাসীর বীরত্বের প্রশংসা করেন এই যুবনেতা। তিনি বলেন, আপনারা হাসিনার খুনি বাহিনীর সামনে যেভাবে বুক পেতে দিয়েছেন, সেটি সারা দেশে প্রশংসা পেয়েছে। যে স্বপ্ন নিয়ে আপনারা এই আন্দোলনে নেমেছিলেন, এখন সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নের। আর এ জন্য যুবদল সব সময় আপনাদের পাশে থাকবে।

এ সময় মোহাম্মদপুর থানা পুলিশকে সতর্ক করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমরা শুনছি মোহাম্মদপুরে হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে পুলিশ। আমি আপনাদের সাবধান করছি, এমন হলে যুবদল রাজপথে নামবে। তখন নিজেদের রক্ষা করতে পারবেন না।

কর্মিসভার আয়োজনে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা কেউ এমন কিছু করবেন না, যাতে যুবদলের বদনাম হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঢাকা মহানগর উত্তর যুবদলে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, গ্রুপিংয়ের সুযোগ নেই। কোনো হাইব্রিড নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয়েরও সুযোগ নেই। বিগত দিনগুলোতে যুবদলের যেসব নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, নির্যাতিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে; তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসবে।

কর্মিসভায় মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের সভাপত্বিতে কর্মিসভায় উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু।

বিশেষভাবে উপস্থিত ছিলেন বৃহত্তর মোহাম্মদপুরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এ সময় মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাধারণ সম্পাদক শুক্কুর আলামীন, আইয়ুব আলী, মোকছেদুল হাসান মিন্টু, ইলিয়াস হোসেন, শেরেবাংলা যুবদলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান অপু, সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু, আদাবর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, ৩৩ নং ওয়ার্ড আহ্বায়ক এস এম দোলন, সদস্য সচিব ইব্রাহিম সরদার; ৩১ নং ওয়ার্ড আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব স্বপন; ৩৪ নং ওয়ার্ড আহ্বায়ক জাকির; ২৯ নং ওয়ার্ড আহ্বায়ক জাহিদ হোসেন, সদস্য সচিব আলামীন; ২৮ নং ওয়ার্ড আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক ৩০ ওয়ার্ডের সভাপতি হেলাল আহমেদ রাজু, ১০০ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মোস্তফা গাজী দুদু, যুবনেতা ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্ল্যা, জাসাস নেতা খান আহসান রেজা, মোহাম্মদপুর থানা কৃষক দলের সদস্য সচিব শাকিল মোল্লাসহ মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ, পাশেই ছিলেন ট্রাম্প

গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল : সাদিক কায়েম

ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত : মিরাজ 

সরকারকে শরীফ উদ্দিন জুয়েল / আপনারা ডেভিল ধরতে না পারলে যুবদলকে দায়িত্ব দিন 

বেস্টসেলার রবিনের ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের স্ট্যাটাস

প্রাইম মেডিকেলে শিক্ষার্থীকে র‍্যাগিং, জড়িতদের বিচার দাবি

ফেনী সদর থানার ওসিকে বদলি

চবিতে শিক্ষক লাঞ্ছনায় জড়িত সেই ছাত্রীসহ বহিষ্কার ১২

‘মার্চ টু ঢাকা’ ঠেকাতে যে পরিকল্পনা করেছিল শেখ হাসিনা সরকার

১০

আওয়ামী দোসরদের কতজন গ্রেপ্তার হয়েছে, তা প্রকাশ করুন : লায়ন ফারুক

১১

‘ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যবস্থা নেই প্রশাসনের’

১২

মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

১৩

ভিডিও বার্তা দিয়ে যুবকের আত্মহত্যা

১৪

ঘাপটি মেরে থাকা ডেভিলদের হান্ট করুন : জুয়েল

১৫

শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ

১৬

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

১৭

‘দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন’

১৮

কাল পবিত্র শবে বরাত  

১৯

৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সনাতনী জোট

২০
X