বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি)। এ ছাড়া আবুল কাশেম নামে অপর একজনকে আমরা বিএনপি পরিবার‘র উপদেষ্টা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে উদ্দেশে আমাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা পালনে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় আমি আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের গণমানুষের পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
মন্তব্য করুন