জাতীয়তাবাদী আদর্শের দেশপ্রেমিক সৈনিকদের আগামী দিনে জনগণের কাঙ্ক্ষিত একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে নিজেদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান থানার অন্তর্গত ৪৭নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশে বিগত স্বৈরাচার আওয়ামী সরকার ১৭ বছর ধরে মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দুর্নীতি-লুটপাটের মহারাজত্ব কায়েম করেছিল। দেশকে ভিতর থেকে একেবারে নাজুক করে দিয়ে গেছে। আমাদের নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে একটি সফল রাষ্ট্রে পরিণত করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে।
তিনি জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ যত ক্রান্তিকাল অতিক্রম করেছে, সবসময় মুক্তির কাফেলা নিয়ে অগ্রভাগে ছিল জিয়া পরিবার। কখনো জিয়াউর রহমান স্বয়ং, জিয়াউর রহমানের মৃত্যুর পর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমান হাল ধরেন। আর এই মুক্তির কাফেলার সৈনিক বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষ।
জিয়াউর রহমানকে ইতিহাসের মহানায়ক হিসেবে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের সাথে ক্ষমতার মসনদে যাওয়ার দেনদরবার করতে করতে একসময় যখন তার নিজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে স্বেচ্ছায় কারাবন্দি হন, সেদিন বাংলাদেশের মানুষজন বিপর্যস্ত ছিল। পাক-হানাদার বাহিনী যখন চারদিকে মুহুর্মুহু গুলি চালাচ্ছিল, ঠিক সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করলেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। শুধু স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা নিশ্চিত করেন। তারপর ১৯৭৫ সালে জাতির ক্রান্তিলগ্নে আরেকবার উনি সিপাহি-জনতার বিদ্রোহের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেন এবং এ দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব হাতে নেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই জিয়াউর রহমান দেশ গড়ার কাজে লেগে যান। ক্ষণজন্মা এই বীর বাংলাদেশের রপ্তানি শিল্পে বিপ্লব এনে দিয়ে যান। তিনিই প্রথম উপলব্ধি করেন বিশ্ব শ্রমবাজারে আমাদের সম্ভাবনা।
শরীফ উদ্দিন জুয়েল আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এ দেশের মানুষের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। তাই দেশকে সঠিকভাবে পরিচালনা করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে।
যুবদলের এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।
৪৭নং ওয়ার্ড যুবদল এর আহ্বায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুকের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, জাহিদ হোসেন মোড়ল, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।
মন্তব্য করুন