সংগঠনবিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি কামাল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনবিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি কামাল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হলো।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
মন্তব্য করুন