দেশে যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে, বিএনপি সে সংস্কার চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ঐক্যের রাজনীতি করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ঈদগাহ মাঠে থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা ও জনসম্পৃক্তি’- শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস দলের এমন মনোভাবের কথা জানান।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই দেশে সংস্কার শুরু হয়। তিনি একদলীয় বাকশালের বদলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
দেশকে চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাবের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে, সে সংস্কার আমরা চাই না। বিএনপি ঐক্যের রাজনীতি করে। কেননা, ঐক্যবদ্ধ জনশক্তিই দেশের উন্নয়ন করতে পারে।
বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, নির্বাচন বন্ধ রেখে সংস্কার নয়, বরং সংস্কার ও নির্বাচন একসাথেই চলবে। কারণ হলো, একটা দেশ অনন্তকাল নির্বাচনবিহীন থাকতে পারে না।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, মানুষের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি বলেন, সঠিক রাজনীতির কারণে বিএনপি এবং এর নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনপ্রিয়তায় সবার শীর্ষে অবস্থান করছেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আর সঞ্চালনা করেন দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
অনুষ্ঠানে বিএনপির সংস্কার প্রস্তাবনার দফাগুলো পাঠ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
মন্তব্য করুন