বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি’

মোহাম্মদপুর থানা বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
মোহাম্মদপুর থানা বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রণনয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর শের শাহ শূরি রোড ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে এবং গত জুলাই আগস্টে যে সব ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির যে সব ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের যে সব সাধারণ মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে সেই সব শহীদদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে যার বয়স ৫০ ছিল, সেও নাকি মুক্তিযোদ্ধা ছিল। অর্থাৎ জন্মের আগেই সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই যে স্বৈরাচার আওয়ামী সরকার বিতর্কিত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করেছিল কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাংলাদেশের সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় গত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে পাঠ্য পুস্তকে আমাদের সন্তানদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে, কিন্তু আমরা সেই ভুল ইতিহাসকে বাতিল করে বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।

বিএনপি স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের সাধারণ সব মানুষকেই ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হবে। ধনী গরীব সবার চিকিৎসা সেবার ইন্স্যুরেন্স করে দেওয়া হবে। যাতে সে ইন্সুরেন্সের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন,স্বৈরাচারের সুবিধা নিয়ে গত ১৭ বছরে ধনী আরও ধনী হয়ে গেছে। গরিব হয়ে গেছে আরও গরীব কিন্তু আমরা ধনী গরিবের ভারসাম্য ঠিক রাখব।

এ ছাড়া তিনি বলেন, যারা দিন এনে দিন খায়, যারা সাধারণ মানুষ প্রত্যেকটি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিককামী রাষ্ট্র তৈরি করতে পারব।

কোনো দখলদারি চাঁদাবাজি লুটতরাজের স্থান বিএনপিতে নেই। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত কিশোর গ্যাং, বিশৃঙ্খলাকারীর বিএনপিতে জায়গা হবে না বলেও তিনি তার বক্তব্যে দলের নেতাকর্মীদেরকে এ বিষয়ে সতর্ক করেন।

বিএনপি জনগণের দল, জনগণের কথা চিন্তা করেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত ও সংষ্কারের ৩১ দফার রুপরেখা দিয়েছেন বলে আমিনুল হক তিনি তার বক্তব্যে ৩১ দফা রূপরেখার বিস্তারিত তুলে ধরেন।

মোহাম্মদপুর থানা বিএনপি আহ্বায়ক শুক্কুর মাহমুদ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দীন, শাহআলম, মাহাবুব আলম মন্টু, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, নাসির উদ্দীন, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা প্রমুখ।

আরও বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব সাজ্জাদুল মেরাজ, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ওলামাদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, উত্তর মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, সাবেক ছাত্রদল নেতা জুয়েল হাসান রাজ।

এছাড়াও মোহাম্মদপুর থানা বিএনপির অ্যাড. সাকিব সারোয়ার, মিজানুর রহমান ইসহাক, মীর মো. কামাল হোসেন, নাসির আহমেদ, আনোয়ার হোসেন মাসুদ, সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ, খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মো.পুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি অ্যাড. মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মো. ওসমান গণি সেন্টু, আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ৩১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনুল হক সন্ধ্যায় পল্লবীর প্যারিস রোডে ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুঃস্হ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

আবু সাঈদের ক্যাম্পাসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর ম্যুরাল

বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙা শুরু

পাবিপ্রবিতে শেখ মুজিবুর ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা

‘হাজারটা লাশ মাড়িয়েও যার একবিন্দু অনুশোচনা নেই...’

রাবিতে শেখ পরিবারের নাম মুছলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, নতুন নামে চার হল

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

এবার আ.লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান

সার বিক্রিতে আ.লীগ নেতার অনিয়ম, অতঃপর... 

১০

এবার সুধা সদনেও আগুন

১১

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

১২

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি’

১৩

সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৪

কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি

১৫

মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সম্পাদক মিন্টু

১৬

৩২ নম্বরের সর্বশেষ অবস্থা

১৭

১৫ বছরে ১৩ বার বদলি হন ডা. পলাশ

১৮

নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন : জামায়াত নেতা রফিকুল

১৯

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস

২০
X