বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হতে হলে তাকে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ৪০নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
খন্দকার এনাম বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি ’৭৮ সাল থেকে ’৮১ সাল পর্যন্ত মাত্র তিন-চার বছর রাষ্ট্র পরিচালনা করে মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। আমরা যদি শহীদ জিয়ার প্রকৃত সৈনিক হতে চাই, তাহলে আমরা কেউ কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হব না। কারণ, আমরা সবাই নিজেদের শহীদ জিয়ার আদর্শের সৈনিক বলে মনে করি।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী, ৪০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক নবেদ হোসেন রাজন প্রমুখ।
মন্তব্য করুন