কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ধনী-গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়’

ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময়ে আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে। আর যারা গরিব ছিল তারা আরও গরিব হয়েছে। এটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ধনী-গরিবের ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ গড়তে হবে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন হাইস্কুলের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু তাদের গুটি কয়েক লোকজনকে ধনীর পর ধনী বানিয়ে দিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ তারা মেগা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। কিন্তু আমরা মেগা প্রজেক্ট করবো- বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর উন্নয়নের জন্য, অসহায় মানুষগুলোর জন্য, যাতে ধনী আর গরিবের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি।

বাংলাদেশের মানুষ ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে আমিনুল হক বলেন, ৩১ দফার সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র্যবিমোচন আমরা করতে পারব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনাকালীন কঠিন সময়ে জনগণের পাশে থেকে লাশ দাফন করাসহ দরিদ্রদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে গিয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল না। তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে। তারা কেউ মাঠে যায়নি।

নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি দখলদারি লুটতরাজসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন, এ জন্য আমাদের দলের সকল নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান।

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, রেজাউর রহমান ফাহিম, ফারুক হোসেন ভূঁইয়া, শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়েব ইউসুফ ও সদস্য সচিব অ্যাড রুনা লায়লা রুনা, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুজ্জামান, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক শামসুন্নাহার বেগম, এ ছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আমিরুল ইসলাম বাবলু, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহ্বায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, মাসুদ আহমেদ খান, শরীফ উল্লাহ জাহেদ, মো. জালাল, জুলহাস ভূঁইয়া, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মো. আব্দুস ছালাম, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জিন্নাত আলী, ভাষানটেক বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদ, উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহআলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, এসআই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সাবেক এমপিসহ আ.লীগের দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

রাবিতে কোরআন অবমাননার হোতা কে এই ফেরদৌস

মিথ্যা তথ্য দিয়ে একাধিক বিয়ের জন্য নারীদের শাস্তি দাবি

রমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করছে এশিয়ার মুসলিম দেশ

চিন্ময় ব্রহ্মচারীর মামলা প্রত্যাহার দাবি সনাতনী জোটের

কুমিল্লায় গ্রেপ্তার ১০ ব্যক্তি কি জামায়াত-শিবিরের নেতাকর্মী?

গ্রেপ্তার আ.লীগ নেতা বাহাউদ্দিন কারাগারে

গাজার পাশে দাঁড়িয়ে ইউরোপের ফুটবল ক্লাবের অনন্য উদহারণ

১০

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

১১

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে শঙ্কা

১২

উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ ঘোষণা

১৩

আবহাওয়ার নতুন তথ্য

১৪

পুলিশের হস্তক্ষেপে সর্বনাশ থেকে রক্ষা পেলেন তরুণী, থানায় বিয়ে!

১৫

নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন

১৬

সরস্বতী পূজায় খরচ বাচিয়ে ১০ শহীদ পরিবারকে অনুদান

১৭

কবে ঢাকায় আসছেন হামজা?

১৮

জানা গেল সুবাকে নিয়ে পালানো সেই টিকটকার প্রেমিকের পরিচয়

১৯

অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক, ছিনিয়ে নিল স্থানীয়রা

২০
X