কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়’

ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা
ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা

নাগরিকদের সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। নাগরিকদের সমঅধিকারে জামায়াতে ইসলামী বিশ্বাসী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দিবে না।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবুজবাগ দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে স্থানীয় বিনোদিনী হাইস্কুল মাঠে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। কেউ কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যের বিষয় হবে না, রাষ্ট্র বিবেচনা করবে সকলেই রাষ্ট্রের নাগরিক।

এ ছাড়া তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে।

আব্দুস সবুর ফকির বলেন, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের টুটি চেপে হত্যা করেছে। এজন্যই তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রচার করলেও তাকে হত্যার পর একটা লোকও প্রতিবাদ করেনি। এমনকি নিজ দলের নেতাকর্মীদেরও প্রতিবাদ করতে দেখা যায় না। একইভাবে তার মেয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সারা দেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও দেখা যায়নি। পুরো গোষ্ঠীসহ আওয়ামী লীগ এদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগের পতনের মাধ্যমে এদেশের জনগণ জুলুম ও শোষণের হাত থেকে রক্ষা পেয়েছে।

সবুজবাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবদুল বারীর সভাপতিত্বে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। কিন্তু জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভীতিকর মনোভাব তৈরি করতে তারাই কাজ করেছে যারা হিন্দুদের ব্যবহার করে ক্ষমতায় গেছে এবং যেতে চায়। অথচ ইসলাম সব মানুষের অধিকার ও নিরাপত্তা এবং সুরক্ষার নিশ্চিতায় দিয়েছে। তাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। হিন্দুদের সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে।

সবুজবাগ দক্ষিণ থানা সেক্রেটারী কামরুল হাসান রিপনের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, সবুজবাগ পূর্ব থানা আমির রওশান জামান, মুগদা পূর্ব থানা আমির মো. ইসহাক, সেক্রেটারি মো. ওমর ফারুক, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের ঢাকা মহানগরীর সেক্রেটারি মিল্টন বড়য়া, সবুজবাগ ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আবদুস সোবহান, সবুজবাগ থানা ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি মো. এখলাস হোসেন, বিনোদিনী হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহাসহ স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে শঙ্কা

উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ ঘোষণা

আবহাওয়ার নতুন তথ্য

পুলিশের হস্তক্ষেপে সর্বনাশ থেকে রক্ষা পেলেন তরুণী, থানায় বিয়ে!

নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন

সরস্বতী পূজায় খরচ বাচিয়ে ১০ শহীদ পরিবারকে অনুদান

কবে ঢাকায় আসছেন হামজা?

জানা গেল সুবাকে নিয়ে পালানো সেই টিকটকার প্রেমিকের পরিচয়

অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক, ছিনিয়ে নিল স্থানীয়রা

১০

স্কুলের শহীদ মিনার ভেঙে টয়লেট বানালেন আওয়ামীপন্থি প্রধান শিক্ষক

১১

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

১২

বাড়ছে মেট্রোরেলের সংখ্যা, শুক্রবার সারাদিন চলবে

১৩

আগরতলা মিশনে ভিসা সেবা চালু করল বাংলাদেশ

১৪

পাকিস্তানে বিপিএল উন্মাদনা নিয়ে জানালেন মোহাম্মদ আলী

১৫

‘বিএনপি ধনী-গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়’

১৬

এবার সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, হামলার উদ্দেশ্য অজানা

১৭

ইউনিডো-পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশ বিষয়ক সেমিনার

১৮

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ঐক্য কমিশন

১৯

‘নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে’

২০
X