কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র গেলেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের বার্ষিক অনুষ্ঠান ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির তিনি সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। এর আগে বিএনপির মহাসচিব এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারেক রহমান যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ওনি লন্ডন থেকে ওয়াশিংটন যাবেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রওনা হয়েছেন।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেখানে কোনো আলোচনার বিষয় নয়। সেটা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। আমরা আমন্ত্রিত হয়েছি। সেখানে যাচ্ছি। তবে সাইড লাইনে কিছু আলোচনা হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। বছরে একবার হয়। তিনি প্রশ্নের জবাবে বলেন, তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। মার্কিন কংগ্রেসের আয়োজনে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ এই অনুষ্ঠান হয়। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিরা অংশ নেন।

ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান পরিচিত ছিল ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে। ১৯৭০ সালে নাম পাল্টে করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ১৯৫৩ সালে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। পরবর্তীতে তার উত্তরসূরিদেরও যোগ দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব দেশে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা কফিল গ্রেপ্তার

পিইউবিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর, ভয় ধরাচ্ছে পশ্চিমাদের

ইসলামে গান-বাজনা হারাম প্রমাণ না করতে পারলে পেটানোর হুমকি

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউট্রিশন সামিটে অংশ নিল অর্গানিক নিউট্রিশন লিমিটেড

লিবিয়ায় ভেসে যাওয়া ২৩ লাশ দাফন, সবাই বাংলাদেশি হওয়ার শঙ্কা

ছাত্রদের নতুন দল ঘোষণার সময় জানালেন নাগরিক কমিটির নেতা

সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত সংকটে পড়বে : তারেক রহমান

স্ত্রীর জানাজার আগেই শোকে স্বামীর মৃত্যু

১০

আমাদের শিক্ষার্থীরাই গণতন্ত্রকে আটুট রাখবে : বাউবি উপাচার্য

১১

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু

১২

অবৈধপথে ইউরোপযাত্রাই মৃত্যুযাত্রা হলো ২০ বাংলাদেশির!

১৩

‘জুলাই বিপ্লব ইসলামপ্রিয় লেখক ও সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে’

১৪

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

১৫

স্ত্রী-সন্তানসহ শাজাহান খানের বিরূদ্ধে দুদকের ৩ মামলা

১৬

যমুনা অভিমুখে আন্দোলনে আহতরা, বাধা পেয়ে রাস্তা অবরোধ

১৭

পুলিশের গাড়িতে হামলা, আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

১৮

‘স্বৈরাচারী আ.লীগ সাড়ে ১৫ বছর দেশজুড়ে দলীয়করণ করেছে’

১৯

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না : বাণিজ্য উপদেষ্টা

২০
X