শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও এ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দীন আকনের প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন