ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে দলটির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ানকে সদস্য সচিব করে এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে এনপিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা ও মহানগর এবং কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে শেখ ছালু এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হবে। তবে এনপিপির জাতীয় সম্মেলনের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এনপিপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক এস এম আল আমিন কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
মন্তব্য করুন