কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ এএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না : জোনায়েদ সাকি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশ। ছবি : কালবেলা

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্ররা নতুন দল করতে চাইছে। আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে, তাহলে আমরা তাদের স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

জোনায়েদ সাকি আহ্বান জানান, ‘রাজপথে আসেন, জনগণের ভেতরে থেকে নতুন দল গড়ে তোলেন। যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকেই। এই দেশের তরুণরা নতুন চৈতন্য নিয়ে নতুনভাবে গড়ে তুলবে, তবেই সম্ভব নতুন বাংলাদেশ।’

বক্তব্যের শুরুতে ছাত্র ফেডারেশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাকি। তিনি সংগঠনের সাবেক সভাপতি। ছাত্র ফেডারেশনের প্রতি তিনি উল্লেখ করেন, ‘আগামীর বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে। প্রস্তুত হন নতুন দেশ গঠনের জন্য। কোনও প্রতিবেশি আমাদের পদানত করতে পারবে না। কোনও শক্তি পারবে না।’

জুলাই গণহত্যার বিচার, শহীদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে সাকি অভিযোগ করেন, ‘বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ। জানমালের নিরাপত্তা নেই। দেশের মানুষ দেখতে পাচ্ছে তাদের জীবনে ভয়ঙ্কর সংকট।’

জোনায়েদ সাকি বলেন, ‘এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ। এ সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্রব্যবস্থার যে পুনর্গঠন দরকার, সেটা ভালোমতো করেন। রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা নিন। সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান, তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থ তো আপনাদের আমরা হতে দিতে পারি না।’

‘কাজেই আমরা যা বলি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন। এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন।’ বলেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাকি।

সাকি বলেন, ‘আপনারা এখনও সেই কাজ করতে পারেননি। এটা বিব্রতকর, বেদনাদায়ক। আহত-নিহতদের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের প্রথম কাজ। আপনাদের দ্বিতীয় কাজ ন্যয় বিচার প্রতিষ্ঠা করা। আপনাদের তৃতীয় কাজ বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে কাজ করা। এটা ছাড়া অন্য কিছু করলে মানুষ মেনে নেবে না।’

জোনায়েদ সাকি বলেন, এখনও সরকারে ফ্যাসিস্টদের দোসররা পরতে-পরতে ছড়িয়ে আছে। এখনও আহতরা চিকিৎসা পায় না। তাহলে বাকি বাংলাদেশে কী চলছে বুঝা যায়।’

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, ‘ঘোষণা একটাই সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ। ঘোষণা একটাই, যারা একাত্তরের শহিদদের অসম্মান করতে চায় তাদের পরাস্ত করবো। যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের পরাজিত করতে হবে।’

সভায় শ্রমিকনেতা তাসলিমা আখতার বলেন, ‘আমরা চাইনা আরেকটা ফ্যাসিবাদ তৈরি হোক। আমরা চাই তরুণরা দেশের মানুষের জান ও জবানের অধিকারে ছাত্র ফেডারেশনসহ ছাত্রসমাজ ভূমিকা রাখবে।’

যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে আহত আন্দোলনকারী জামাল বলেন, ‘যারা শহীদ হইসে তারা বাইচা গেছে। আরমা যারা আহত তারা চিকিৎসা পাই না। হাসপাতালে চিকিৎসা পাই না। ডাক্তার দুইটা অষুধ দেয় তিনটা দেয় না। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে মাত্র এক লাখ টাকা পাইসি। এখনই যদি এ অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কী হবে।’ আহত ভাইদের পক্ষ থেকে বলছি আমরা অনেক কষ্টে আছি।

সমাবেশে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, ঢাকা মহানগর সভাপতি আল আমীন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, চট্টগ্রাম মহানগর শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রীধাম শীল, নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি ফারহানা মানিক মুনা, টাঙ্গাইল জেলা সভাপতি ফাতেমা রহমান বীথি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে হরতালের ডাক বিএনপির

নরসিংদীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

যশোরে গুলিবিদ্ধ হানিফের মৃত্যু

ভৈরবে মৃত্যুর গুজবে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট

‘খালেদা জিয়া ফের গণতন্ত্রের হাল ধরবেন’

নরসিংদীতে ট্রলির চাপায় কারারক্ষী নিহত

ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না : জোনায়েদ সাকি

সংখ্যালঘু সমস্যা সমাধানে ‘পৃথক নির্বাচন ব্যবস্থা’ দাবি হিন্দু মহাজোটের

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেখ হাসিনার দোসররা এখনো ঘাপটি মেরে আছে : অপর্ণা রায়

১০

রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে : গয়েশ্বর

১১

খুলনায় পূজা পরিষদের প্রতিনিধি সভা / সেনাবাহিনী না থাকলে কাউকে রক্ষা করতে পারতাম না

১২

সারজিসের বিয়ে নিয়ে ময়ূখ রঞ্জনের ফেসবুক স্ট্যাটাস

১৩

তিতুমীর শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এবার প্রকাশ্যে এলো তিতুমীর কলেজ ছাত্রশিবির

১৫

তিতুমীরের অনশনরত শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

১৬

‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’

১৭

রান্নাঘরের আগুন কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

১৮

সাঈদীর মুত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে : আজহারী

১৯

এবার আসাদকে ফেরাতে রাশিয়াকে শর্ত দিল সিরিয়া

২০
X