প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, অনেক কমিশন গঠন করেছেন, বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য ইতিহাস কমিশন গঠন করুন।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর ১ যুগ পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, ফ্যাসিবাদ সরকার সে ইতিহাস মুছে ফেলেছে। আমাদের উচিত নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জয়নুল আবেদিন বলেন, বাঙালিকে যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুক তারা তাদের মাথা উঁচু করে যথাসময়ে দাঁড়িয়ে যায়। তার উদাহরণ ১৯৬৯, ৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার আন্দোলন, সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থান। আমরা ইতিহাসকে যদি আমাদের সন্তানের সামনে সঠিকভাবে তুলে না ধরি একসময় নিজেরাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হব।
তিনি বলেন, ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার বীজ রোপণ করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি। আ স ম আবদুর রবকে তার যথাযথ মর্যাদা দিতে হবে এবং ২ মার্চ জাতীয় পতাকা দিবস ঘোষণা দিতে হবে রাষ্ট্রকেই।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমরা ইতিহাস মুছে ফেলতে চাই, কিন্তু ইতিহাস তার নিজস্ব গতিতেই চলে। এখনো জাতীয় বীর আ স ম আবদুর রব বেঁচে আছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন্ত কিংবদন্তি আ স ম রবকে উপস্থিত রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত রেখে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইতিহাসের সোনালি অতীতকে জাতির সামনে নতুন করে তুলে ধরতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, আগামী ২ মার্চ জাতীয় বীর আ স ম আবদুর রবকে হৃদয়ে পতাকা ২ মার্চের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া অচিরেই ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস পালন করার জন্য মুক্তিযোদ্ধা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
সংগঠনের সভাপতি লেখক ও কবি শাহানা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব, মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসির ভাসানী, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাংবাদিক কাজী ফারুক, রাজনীতিবিদ আক্তার হোসেন, শিক্ষাবিদ প্রিন্সিপাল রফিকা আফরোজ, হৃদয়ে পতাকা ২ মার্চের প্রধান উপদেষ্টা এসএম সামসুল আলম নিক্সন।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিয়া, আরিফুর রহমান হাসনাইন, সংগঠনের সহসাধারণ সম্পাদক এসএম মম। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের হৃদয়ে পতাকা ২ মার্চের নবনির্বাচিত কমিটির নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন