নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মন্তব্য করুন