রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করছেন খেলাফত মজলিস নেতারা।
বুধবার (২২ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দুপুর ১২টা থেকে এ বৈঠক শুরু হয়।
দ্বিপক্ষীয় এ বৈঠকে খেলাফত মজলিস প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত রয়েছেন- খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।
মন্তব্য করুন