দেশে যতবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর মগবাজার শাহনূরী মডেল হাই স্কুলে তারেক রহমানের নির্দেশনায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, বিএনপি এমন একটি দল, যেটি বাংলাদেশের জনগণের হৃদয়ের দল। বিএনপি জনগণের কাছে যখন যে ওয়াদা করেছে তা পূরণ করেছে।
বিএনপির এ নেতা বলেন, অনেকেই অনেক কথা বলছে সংস্কার আগে, না নির্বাচন আগে। আমরা বলতে চাই, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চলতেই থাকবে। নির্বাচন জনগণের অধিকার। জনগণ পছন্দের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে। এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ।
তিনি আরও বলেন, সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন। তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সব ক্ষেত্রে সংস্কার করে কাজ শুরু করেন। তিনি প্রথম সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি পরিকল্পনা করেছেন। তার হাত ধরে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটেছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে।
নীরব বলেন, বিএনপি গণমানুষের দল। আজ অনেকে বিএনপিকে নিয়ে হেয়প্রতিপন্ন করে কথা বলছেন। কিন্তু দেশবাসী বিএনপিকেও চেনে আর যারা কুৎসা রটাচ্ছে তাদের অতীত ইতিহাসও জানে।
হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- হাতিরঝিল থানা বিএনপির নেতা শেখ আমির হোসেনসহ হাতিরঝিল থানা বিএনপি এবং ৩৫নং ওয়ার্ড বিএনপির নেতারা।
মন্তব্য করুন