চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মারাত্মক আহত মো. আনোয়ারুল আজিম ও সুমন হাওলাদারের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার (২০ জানুয়ারি) তাদের চিকিৎসাসেবা প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
আহত আনোয়ারুল আজিম গত বছরের ৪ আগস্ট এবং গাড়ির ড্রাইভার সুমন হাওলাদার গত ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোমবার তাদের বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার বিষয়ে আহতদের আশ্বস্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান প্রমুখ।
মন্তব্য করুন