মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক 

রাজধানীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। ছবি : সংগৃহীত
রাজধানীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। ছবি : সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এনে জনগণের ক্রয়ক্ষমতার আওতায় রাখতে পারছে না অন্তর্বর্তী সরকার। ফলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে উত্তরা আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যায় রাজধানীতে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখনো পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে।

আমিনুল হক বলেন, দ্রব্যমূল্যের বাজারের এই আওয়ামী সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের দেশের জনগণের দৈনন্দিন জীবনমান আরও দুষ্কর হয়ে যাবে।

আওয়ামী স্বৈরাচারের সময় গত ১৭ বছরে আমরা বাংলাদেশের পরিপূর্ণ উন্নয়ন দেখিনি উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে আমরা শুধু স্বৈরাচার শেখ পরিবারের পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি, ডাকাতির উন্নয়ন দেখেছি।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি, বাংলাদেশের শেখ পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তারা যে টাকা পাচার করে নিয়ে গেছে এটা এ দেশের জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা কানাডার বেগম পাড়ায়, আমেরিকায়, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছে।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হলো- বিএনপি এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে তারা এ দেশের জনগণের জন্য কোনো রাজনীতি করেনি। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের উদ্যোগে ও সভাপতিত্বে দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, আফাজ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এসএ খোকনসহ দক্ষিণখান থানা বিএনপির সব যুগ্ম আহ্বায়ক, সদস্য ও থানা আওতাধীন ৪৭, ৪৮, ৪৯, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে যা বললেন ট্রাম্প

অবৈধদের দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া

বাংলাবাজারে অভিযান, বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার

মার্কিন প্রেসিডেন্টকে শপথ পড়ান যিনি

গ্রুপিং ও শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা : যুবদল সভাপতি 

৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব মার্কিন প্রেসিডেন্ট

টাঙ্গাইলে সমন্বয়কের ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘ছাত্র-জনতারাই দেশের সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখবে’

তালেবান প্রশাসনের সঙ্গে হাত মেলাতে চেষ্টা করছে দিল্লি!

১০

ঘাট ইজারা নিয়ে সংঘর্ষ, মৎস্য দল নেতা আহত

১১

জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

১২

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবীর চিকিৎসা

১৩

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু

১৪

রশি নিয়ে সোহেলের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা

১৫

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনায় থাকতে পারে যেসব বিষয়

১৬

শহীদ জিয়ার অবদান জাতি আজীবন স্মরণ করবে : লায়ন ফারুক

১৭

স্পর্শকাতর ভিডিও বানিয়ে ব্লাকমেইল, স্কুলছাত্রী গ্রেপ্তার

১৮

‘আগস্ট বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি’

১৯

চার সপ্তাহ প্রস্তুতি চান ক্যাবরেরা

২০
X