যশোরের কেশবপুরের সাতবাড়িয়া বাজারে পথসভা, মিছিল এবং দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সে জন্য ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করার আহ্বান জানান।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনার পতন হলেও তার দোসররা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বহাল রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। এদের ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান, আমানত আলী, মোবারক খাঁ, আহাদ মোড়ল, যুবদল নেতা আজহারুল ইসলাম, শেখ হাবিবসহ প্রমুখ।
পরে সাতবাড়িয়া বাজারে একটি মিছিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা।
মন্তব্য করুন