বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশের বর্তমান যুবসমাজ, তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই এবং সেই সুস্থ জাতির জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম।
শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী ঢাকা মহানগর উত্তরের অধীন রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা, পল্লবীতে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিরপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মহাখালীতে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। বর্তমান যুবসমাজ ও তরুণ সমাজের চিন্তা-চেতনাকে কাজে লাগিয়েই আমরা আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ব। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে চলেছি।
তিনি বলেন, গত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশের তৃণমূলে এবং জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন লেভেলে কখনো কোনো খেলাধুলার আয়োজন করা হয়নি। গত ৫ আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশের যুবসমাজ ও তরুণ সমাজকে মাঠের দিকে আকৃষ্ট করার জন্য।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যারা আন্দোলন-সংগ্রাম করে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা একেকজন খাঁটি সোনা।
তিনি আরও বলেন, এত মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়ন করেও গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার আপনাদের দলের আদর্শ ও নীতি থেকে এক বিন্দুও সরাতে পারেনি।
দলের নেতাকর্মীদের অনুপ্রবেশকারী নব্য বিএনপি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এ আহ্বায়ক বলেন, পতিত আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী নব্য বিএনপিরা বাংলাদেশের ষড়যন্ত্রকারী। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
মহাখালীতে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
এ ছাড়া আরও বক্তব্য দেন- মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন, উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজি মো. ইউসুফ প্রমুখ।
এছাড়াও রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওসার হামিদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম আহমেদের সঞ্চালনায় ইস্টার্ন হাউজিংয়ে থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
এসময় আরও বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন