শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়’

জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত
জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে প্রায় ৬ বছর কনডেম সেলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সদ্য কারামুক্ত লুৎফুজ্জামান বাবরকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান নজরুল ইসলাম খান।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি জিয়াউর রহমানের কবরে আসেন বাবর। কারামুক্তির পর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শেরেবাংলা নগর আসতে তিন ঘণ্টা লেগে যায় বাবরের গাড়িবহরের। জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে নিজ নির্বাচনী এলাকা এবং দলের হাজার কর্মীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বাবরকে। আবেগপ্রবণ হয়ে পড়া বাবর হাত তুলে নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দেন।

নজরুল ইসলাম খান পরে সাংবাদিকদের বলেন, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী যিনি ১৭ বছরের বেশি সময় কারাগারের অন্ধকুঠিরে জীবন-যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আদালতের রায়ে নিরপরাধ প্রমাণিত হয়ে আজ (বৃহস্পতিবার) মুক্ত হয়েছেন। আমাদের সেই প্রিয় সহকর্মী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে করেছি।

তিনি বলেন, বাবর এখন থেকে ১৭ বছর আগে যখন কারাগারে যান টগবগে যুবক ছিলেন। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় ৬ বছর তাকে কনডেম সেলে রাখা হয়েছে। এই নিপীড়ন, এই অনিশ্চিত জীবন- দুইটি মামলায় মৃত্যুদণ্ড, একটি মামলায় যাবজ্জীবন- এই দুশ্চিন্তা, এই মিথ্যা অভিযোগের কারণে যে ক্ষোভ-বেদনা; এটা তাকে বৃদ্ধ করে ফেলেছে। আমরা আল্লাহর কাছে শোকর করি যে, মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এসব মামলা থেকে মুক্তি দিয়েছেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি নিবেদিত নেতা। ১৭ বছর পর মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ। এই অবস্থাতেও তার ঘরে, তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজারে জিয়ারত করতে।

২০০৭ সালের ২৮ মে চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত এই ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান।

বাবর নেত্রকোনা-৪ আসনের (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) ১৯৯১-৯৬ ও ২০০১-০৬ সময়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মনিরুল হক চৌধুরী

চবি আবৃত্তি সংসদের কর্মশালা উদ্বোধন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

এবিসি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন  / সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ

৭ শিক্ষার্থীকে পিটিয়ে হামলার শিকার প্রধান শিক্ষক

ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হলে উচ্ছেদ করবে রাজউক

বিপিএলে চট্টগ্রাম কিংসের দাপুটে জয়

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন সিদ্ধান্তে ইন্দোনেশিয়া

সালানা জলসা বন্ধ করার আহ্বান খতমে নবুওয়তের

১০

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

গাজাকে পুনর্গঠন করতে সব কিছু করবে তুরস্ক

১২

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

১৩

‘আগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে’

১৪

তীব্র তাপদাহ বিবেচনা করে হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি

১৫

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বিজ্ঞপ্তি জারি 

১৬

যৌথবাহিনীর অভিযানে অপহৃত ৭ কৃষক উদ্ধার

১৭

‘বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়’

১৮

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআইয়ের মৃত্যু

১৯

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মেলা

২০
X