জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের মা সালমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুরের হাবাশপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সালমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মায়ের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে নিজ গ্রাম ঝিনাইদহের হাবাশপুরের উদ্দেশে রওনা হয়েছেন ছেলে হারুন অর রশিদ। তিনি কালবেলাকে জানান, বৃহস্পতিবার রাত ১০টায় হাবাশপুরে নিজ গ্রামে নামাজে জানাজার পর তার মমতাময়ী মা সালমা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্য করুন