মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল যুব পার্টি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল যুব পার্টির কার্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নির্দেশনায় এই শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ন্যাশনাল যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। এ সময় তিনি দেশের প্রতিটি রাজনৈতিক দলকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল যুব পার্টির কেন্দ্রীয় এবং দলের অন্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন