অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মতামত জানতে চাইলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নিজেরা এখনো দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি। এ কারণে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করতে পারেনি দলটি।
তারা মনে করছে, এজন্য আরও সময়ের প্রয়োজন। এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি (সালাহউদ্দিন আহমেদ) জুলাই ঘোষণাপত্র বিষয়ে দলীয় মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। সে কারণে দলটি এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে বলেন, আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন।
এদিকে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানান।
এ কারণে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন না।
মন্তব্য করুন