কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় : শেখ রবি

বক্তব্য রাখছেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

‘ক্ষমতাচ্যুত’ আওয়ামী লীগ সরকার দেশটাকে ব্যর্থ করেছে উল্লেখ করে বিএনপি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকির উদ্যোগে অনুষ্ঠানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র দর্শন হচ্ছে জনগণের কল্যাণ, জনগণের সমৃদ্ধি ও জনগণের পাশে থাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় যে দর্শন দিয়েছিলেন তার মূল শিক্ষাটাই হচ্ছে, সমাজের বঞ্চিত-অবহেলিত মানুষের পাশে থাকা।

শীতবস্ত্র নিতে উপস্থিত হওয়া মানুষদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা শীতবস্ত্র নিতে এসেছেন তাদের অনেকে নারী ও বয়োজ্যেষ্ঠ। এটা কোনো করুণা না, এটা নেওয়া আপনাদের অধিকার। আরও বড় পরিসরে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারলে আমার আরও ভালো লাগত। তারপরও চেষ্টা করছি আপনাদের পাশে থাকতে।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশটাকে ব্যর্থ করেছে। তারা অর্থনীতি লুটপাট করেছে, ফলে ভেঙে পড়েছে অর্থনীতি। তারা ভেঙেছে রাষ্ট্র ব্যবস্থাপনাও। জরাজীর্ণ হয়ে পড়েছে রাজনীতি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, বিএনপি আগামীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশে খেটে খাওয়া, দিনমজুর, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। সে লক্ষ্যেই আমরা ও আমাদের দল বিএনপি জনগণের পাশে থাকছে, জনগণের সমস্যা চিহ্নিত করছে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসব সমস্যার সমাধান করতে অঙ্গীকার করছে।

রবিউল আলম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শিক্ষা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আপনাদের (উপস্থিত মানুষ) ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি আপনাদের পাশে আছে। এটাই হচ্ছে বিএনপির অঙ্গীকার যে, আমরা সবাই মিলে এ দেশটাকে গড়ে তুলব। সবাই মিলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করব। আপনারাও বিএনপির পাশে থাকবেন।

তিনি বলেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে জনগণের মুক্ত-বাংলাদেশ গড়তে চাই। মানুষের ভাগ্য ও অধিকার লুট হয়েছে। এখন যে অন্তর্বর্তী সরকার আছেন, তারাও চেষ্টা করছেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে, একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে।

তিনি বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে- ’৯১, ’৯৬ ও ২০০১ সালে ক্ষমতায় এসেছে। তখন বিএনপি ফ্যাসিজম কায়েম করেনি, ভোটাধিকার কেড়ে নেয়নি। প্রাকৃতিক বন্যা-ঝড়, শীত উপেক্ষা করে জনগণের পাশে থেকেছে। টেকসই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিল। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার সে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। সাধারণ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে নিউমার্কেটের রাফিন প্লাজার সামনে ১৮নং ওয়ার্ড ও নিউমার্কেট থানা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার কি বার্সার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন মেসি?

ফের সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

শাট ডাউনে জবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

ছাত্রলীগ নেত্রী নিশি ২ দিনের রিমান্ডে 

টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন

টানা ৪০ রাতের পর সূর্যোদয়

ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার পাসপোর্টের হিসাব রক্ষক

তরুণদের কথা বুঝতে ব্যর্থ হলে আ.লীগের মতো পরিণতি হবে : হাসনাত

১০

খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল

১১

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি রনি, সম্পাদক আলিম

১২

ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রাখল বাংলাদেশ

১৩

‘হাসিনার স্বার্থে বিডিআর সদস্যদের কোরবানি দেওয়া হয়েছে’

১৪

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান রিজভীর

১৫

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

১৬

২ কেজি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

১৭

যৌক্তিক কোনো কারণ নেই, তবুও শেয়ারদর বাড়ছে লাফিয়ে 

১৮

মহাসড়কে বেক্সিমকোর ১৬ কোম্পানির শ্রমিকদের মানববন্ধন

১৯

হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X