কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আমলে নির্যাতিত চার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির মিলনমেলা

যশোরের বিনোদন পার্ক জেস গার্ডেনে বিএনপির মিলনমেলা। ছবি : কালবেলা
যশোরের বিনোদন পার্ক জেস গার্ডেনে বিএনপির মিলনমেলা। ছবি : কালবেলা

পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে দফায় দফায় রাজনৈতিক মামলা, হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার যশোর বিএনপির চার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে অন্যরকম এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) যশোর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বিনোদন পার্ক জেস গার্ডেনে এ মিলনমেলায় মিলিত হন তারা। পিকনিক মুডে সেখানে সারা দিন চলে আড্ডা, হাসি-ঠাট্টা আর খানাপিনা। সেইসঙ্গে বিগত সাড়ে ১৫ বছরের ভীতিকর সময়ের স্মৃতিচারণা তো ছিলই।

মিলনমেলায় আসা যশোর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শাহীন জানান, ২০১৪ সালের ৯ জানুয়ারি রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তাকে না পেয়ে ছোট ভাইকে আটক করে। এ সময় তার স্ত্রীর কানের দুল খুলে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তখন তিনি (স্ত্রী) বাড়ি থেকে দৌড়ে মাঠে চলে যান। পুলিশ তাকে দাবড়িয়ে ধরে কান থেকে সোনার দুল খুলে নিয়ে যায়।

সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদার হোসেন খান মিলনমেলায় আসার আগেও আদালতে হাজিরা দিয়ে এসেছেন। বিনা দোষে তিন দফায় পাঁচ মাস জেলে আটকে রেখেছিল হাসিনার পুলিশ। পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা তার বাড়ি ভাঙচুর করে। বাড়ির ভেতর থেকে ফ্রিজ, টিভি নিয়ে যায়।

মিলনমেলায় আসা নেতাকর্মীদের প্রায় সবার অভিজ্ঞতা কম-বেশি একইরকম। এ ধরনের আয়োজনে আসতে পেরে সবাই খুশি। সাড়ে ১৫ বছর ভীতিকর এক পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে তারা ট্রমাটাইজড হয়ে পড়েছিলেন বলে জানান। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মিলনমেলা খুবই কার্যকর হয় বলে তারা মনে করছেন। এই মিলনমেলার আয়োজন করে যশোর নগর ও সদর উপজেলা বিএনপি।

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, নগর ও সদর উপজেলা বিএনপি এই মিলনমেলার আয়োজক হলেও এই আয়োজন সফল করতে বুদ্ধি, পরিকল্পনা দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর আগে কোথাও এমন মিলনমেলা হয়নি বলে তিনি দাবি করেন।

আমন্ত্রিত অতিথি হয়ে মিলনমেলায় আসা যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে এ ধরনের আয়োজন খুবই ভালো উদ্যোগ। এটা নির্যাতিত নেতাকর্মীদের জন্য এক ধরনের স্বীকৃতিও। এর আগে এ ধরনের অনুষ্ঠান কোথাও হয়েছে বলে তিনি শোনেননি বলে জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে দফায় দফায় জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, বাড়িঘর লুটপাটের শিকার হতে হতে বিরোধী দলের নেতাকর্মীরা এক ধরনের ট্রমাটাইজড হয়ে পড়েছিলেন। সেই ভীতিকর মানসিক অবস্থা থেকে তাদের বের করে আনার জন্যই এই মিলনমেলার আয়োজন।

অমিত আরও বলেন, নির্যাতিত নেতাকর্মীদের পাশাপাশি সমমনা দলগুলোর যশোরের শীর্ষ নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সাংবাদিকদের এ মিলনমেলায় আমন্ত্রণ জানানো হয়।

পাশাপাশি গত সাড়ে ১৫ বছরে নানা ভয়ভীতি, হুমকি উপেক্ষা করে যারা বিএনপির কর্মসূচিতে যানবাহন দিয়েছেন, চেয়ার-টেবিল ডেকোরেটর সরঞ্জাম দিয়েছেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের ভয়ে মাসের পর মাস পালিয়ে থাকা বিএনপির নেতাকর্মীদের যারা পরম মমতায় আশ্রয় দিয়েছেন তাদেরও এই মিলনমেলায় আমন্ত্রণ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে’

রিয়ালের জালে পাঁচ গোল দিয়ে বার্সার সুপার কাপ জয়

মোবাইল ইন্টারনেটে সুখবর, প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা

‘আবারও কেউ স্বৈরাচারী হলে ছাত্র-জনতা তাদেরও প্রতিহত করবে’

জবিতে অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে যোগ দিলেন ছাত্রীরা

টিউলিপের পর এবার যুক্তরাজ্যে আলোচনায় সালমানপুত্র শায়ান

ট্র্যাবের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আবু আবিদ

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না’

সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি ঐক্য পরিষদের

১০

কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হবে বিডিআর মামলার বিচারকাজ

১১

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

১২

ক্যানসারে আক্রান্ত জান্নাত, প্রয়োজন আর্থিক সহায়তা

১৩

সাবেক এমপি নদভী চট্টগ্রামে আরও ৫ মামলায় গ্রেপ্তার

১৪

জরায়ু ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহে জননীর জন্য পদযাত্রা

১৫

সবাই সবার জন্য দোয়া করি : তারেক রহমান

১৬

শেখ হাসিনার আমলে নির্যাতিত চার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির মিলনমেলা

১৭

গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল

১৮

টানা ছয় হারের পর ঢাকার দুর্দান্ত প্রত্যাবর্তন

১৯

গাজা উপত্যকা নিয়ে ইলন মাস্কের নতুন পরিকল্পনা

২০
X