কোনো রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় রিকশা গ্যারেজে গিয়ে মতবিনিময় সভা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে, অবিলম্বে তাদের তা বন্ধ করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।
মতবিনিময় সভায় রিকশাচালকরা তাদের নিত্যদিনের দুর্দশার কথা তুলে ধরেন। গত ৫৩ বছরের রাজনীতিতে কীভাবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে ব্যবহার করা হয়েছে, সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় আগামী দিনের রাজনীতিতে শ্রমিকের অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করে সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য রিয়াজ মোর্শেদ। উপস্থিত রিকশাচালক, ছাত্র-জনতা ও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে তাৎক্ষণিক র্যালির মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।
বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন এই নেতা। তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।
মন্তব্য করুন