কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

সোহরাওয়ার্দী উদ্যানে ‘আমার বাংলাদেশ পার্টি’র ১ম জাতীয় কাউন্সিলে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানে ‘আমার বাংলাদেশ পার্টি’র ১ম জাতীয় কাউন্সিলে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ এ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সে চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কী? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদে একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে।

আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। এখন যেটা প্রয়োজন, সকল উসকানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই।

বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হ্যাঁ, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে, আমরা সেটাকে একসাথে লড়তে চাই। সেটাকে এক সাথে নিয়ে, সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। সবাই এক সাথে হয়েই সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারব না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে।

বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন তারা একটু বুঝানোর চেষ্টা করেন আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেনো দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরও বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথাও বলিছি, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করত চাই। সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দিবেন।

বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। তাদের আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে যাচ্ছি। তাদের পক্ষে সম্ভব, আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সবাই এগিয়ে যেতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর নেওয়া তামিমের প্রতি বিসিবির কৃতজ্ঞতা

খিলক্ষেতে জামায়াতের প্রীতি সমাবেশ

‘জামায়াত ক্ষমতায় গেলে রাজা না হয়ে জনগণের সেবক হবে’

ফের শপথ নিলেন মাদুরো, গ্রেপ্তারে তৎপর যুক্তরাষ্ট্র

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর 

স্থিতিশীল বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র

মানবতার কল্যাণে সব বিত্তবানকে এগিয়ে আসার আহ্বান

ঢাবির ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত 

জামালপুরে বিইউবিটির শীতবস্ত্র বিতরণ

ঢাবিতে আনজুমানে ফারসি বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১০

গ্রিনল্যান্ড কারো হবে না, জানালেন প্রধানমন্ত্রী এগেদে

১১

দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট বন্ধ

১২

ইত্যাদির শুটিং বন্ধ নিয়ে জবাব দিলেন হানিফ সংকেত

১৩

টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে : শফিকুল আলম

১৪

বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী

১৫

বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির বোয়াল, দাম ৫০ হাজার

১৬

রাশফোর্ডকে দলে ভেড়াতে চায় বার্সা

১৭

লস অ্যাঞ্জেলসে অগ্নিনির্বাপক বিমানে ড্রোনের হানা

১৮

‘কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকীকে শুভেচ্ছা, ব্যাখ্যা দিলেন শিবির সেক্রেটারি

১৯

সিলেটে ইউএসএআইডির মিনি রান আয়োজন

২০
X