নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা অর্পণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ টু মরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে ‘জুলাই-আন্দোলন ২০২৪ : বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ফারুক রহমান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনে দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপিসহ সমমনা অন্যান্য রাজনৈতিক দল। এ পটভূমিতে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ফ্যাসিবাদের বিদায়ের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার এবং নির্বাচন দুটো এক সঙ্গেই চলতে পারে। তাই সংস্কারের নামে কালক্ষেপন গ্রহণযোগ্য নয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরেরা বসে নেই। তারা বিভিন্ন জায়গা থেকে উঁকিঝুঁকি মারছে। ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।
লেবার পার্টির এ চেয়ারম্যান বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার সেই স্মৃতি বাংলাদেশের মানুষ এখনো ভুলেনি। তিনি পতিত শেখ হাসিনা সরকারের নির্যাতন, নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অথচ যিনি এই কাজ করেছেন, ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে সেই শেখ হাসিনা এই দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।বিটিএফের আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন