শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই’ 

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত সুস্থ একটি জাতি তৈরি করতে চাই।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের যুবসমাজ মাদকের দিকে চলে গিয়ে তারা নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা এই খেলাধুলার মাধ্যমে সেই যুবসমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আমরা মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে পারব।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ। গত ১৭ বছরে আমরা দেখেছি আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সবদিক দিয়ে এমনভাবে দলীয় ও রাজনীতিকরণ করেছে যে, এর ফলে দেশের ফুটবল, ক্রিকেট, হকিসহ সব ইভেন্ট দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে।

সাবেক সাফজয়ী এ ফুটবলার বলেন, সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেন।

উদ্বোধনী খেলায় পল্লবী থানা ও দক্ষিণখান থানার মধ্যে গোলশূন্য ড্র হয়।

‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানাকে ৮টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার পরে ২টি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ঢাকার মাঠে প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাভেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোজাম্মেল হোসেন সেলিম, জাহাঙ্গীর মোল্লা, রেজাউর রহমান ফাহিম, জিয়াউর রহমান জিয়া, আশরাফুজাহান জাহান, সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এমএস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহআলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর মহিলা দল সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, জাসাস ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম।

এছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, ক্যান্টনমেন্ট থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান রতন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, এসআই টুটুল, নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম বেপারী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম, মো. চান মিয়া, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্মআহবায়ক কামাল হোসেন সরকার, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল, সোহানুর রহমান খোকন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসনাত তুহিন, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, ভাটারা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিলুফার ইয়াসমিন নীলু, যুবদল পল্লবী থানা আহ্বায়ক নূর সালাম সদস্য সচিব গোলাম কিবরিয়া, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিটন, মোহাম্মদপুর থানা ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাড মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, আদাবর থানার ৩০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ৩৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওসমান গনী সেন্টু, ৩৩নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম, রূপনগর থানার ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুনসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড কমিটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

এমন একটি ছবি কাঁদায়ও : মুশফিকুল আনসারী

তিন বিবস্ত্র নারীর ভাইরাল ছবি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের?

আরও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের দাবানল, সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

জয় অধরাই রয়ে গেল ঢাকার 

নদী দখল করে ব্যবসায়ী নেতার কারখানা নির্মাণ

‘আ.লীগ স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে’

নেইমারের মায়ামিতে যোগদানের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন সুয়ারেজ

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার

১০

এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

১১

বিএআরএফের ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

১২

‘নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান’

১৩

শিক্ষার্থীদের আত্মরক্ষায় কেশবপুরে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

১৪

সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে

১৫

‘সরকার রাজনৈতিক দলের আস্থার মর্যাদা রাখতে পারছে না’

১৬

গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ চলছে

১৭

‘টোপ দিয়ে কক্সবাজারে নিয়ে হত্যা করা হয়েছে টিপুকে’

১৮

‘ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই’ 

১৯

মিলে গেল বাবা ভাঙ্গার দুই ভবিষ্যদ্বাণী, সামনে কি ভয়ংকর বিপদ আসছে? 

২০
X