কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিভেদের রাজনীতি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন

উত্তরায় জামায়াতের সহযোগী সম্মেলন। ছবি : কালবেলা
উত্তরায় জামায়াতের সহযোগী সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, যারা আগামীতে ক্ষমতায় যেতে চান তাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ও সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কথা বলা যাবে না, যাতে তাদের জনগণ ফ্যাসিবাদের দোসর মনে না করেন। তিনি বিভেদের রাজনীতি পরিহার করে জাতিকে ঐক্যবদ্ধ করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ৭নং সেক্টরের শহীদ মুগ্ধ মঞ্চে উত্তরা পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু এসব ষড়যন্ত্রে সরকারকে ভয় পেলে চলবে না, বরং পতিত স্বৈরাচারের সব দেশ ও জাতি-সত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিক ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষভাবে নজর দিতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে ছাত্র-জনতা ফ্যাসিবাদী অপশক্তিকে বিদায় করেছে। জনগণ দেশে আর ফ্যাসিবাদের পদধ্বনি দেখতে চায় না। তাই ফ্যাসিবাদের উত্থান রুখতেই জনগণ আগামী নির্বাচনে দেখে শুনে ভোট প্রদান করবেন। তারা অবশ্যই প্রার্থীদের অতীত পর্যালোচনা করে দেখবেন। নির্বাচনের আগে এবং নির্বাচিত হওয়ার পর তাদের সম্পদের স্থিতি কতখানি তা তারা বিবেচনায় নিবেন।

সেলিম উদ্দিন বলেন, আগামীতে ভোট দেওয়ার মানদণ্ড হবে প্রার্থীর সততা, যোগ্যতা, দেশপ্রেম ও তাকওয়া। যারা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান-আকিদাহ, বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতি এবং তাহজিব-তামুদ্দনের প্রতি শ্রদ্ধাশীল হবেন জনগণ আগামীতে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেবে। তিনি আগামীদিনে জাতির নেতৃত্ব প্রদান করতে রাজনীতিবিদদের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। মহানগরী আমির বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা যেনতেনভাবে ক্ষমতায় যেতে চাই না। বরং আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতর নেতৃত্বের হাতেই ক্ষমতা অর্পণ করতে চাই। আমরা এমন তাওকাবান নেতৃত্ব তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি যারা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোনো ধরনের অবক্ষয়ের সঙ্গে জড়িত হবেন না।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করব। শিশু শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব শ্রেণিতে পবিত্র কোরআনের তর্জমা ও তেলাওয়াত শিক্ষা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীদের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে পারলে আগামী দিনের নেতৃত্ব আর কোনোভাবে অপরাধ প্রবণতার সঙ্গে জড়িত হবে না। তিনি সেই ইনসাফপূর্ণ ও অবক্ষয়মুক্ত সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ। বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, সাবেক ঢাকা মহানগরী উত্তর শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার আ. রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বিবস্ত্র নারীর ভাইরাল ছবি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের?

আরও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের দাবানল, সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

জয় অধরাই রয়ে গেল ঢাকার 

নদী দখল করে ব্যবসায়ী নেতার কারখানা নির্মাণ

‘আ.লীগ স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে’

নেইমারের মায়ামিতে যোগদানের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন সুয়ারেজ

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার

এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

বিএআরএফের ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

১০

‘নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান’

১১

শিক্ষার্থীদের আত্মরক্ষায় কেশবপুরে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

১২

সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে

১৩

‘সরকার রাজনৈতিক দলের আস্থার মর্যাদা রাখতে পারছে না’

১৪

গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ চলছে

১৫

‘টোপ দিয়ে কক্সবাজারে নিয়ে হত্যা করা হয়েছে টিপুকে’

১৬

‘ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই’ 

১৭

মিলে গেল বাবা ভাঙ্গার দুই ভবিষ্যদ্বাণী, সামনে কি ভয়ংকর বিপদ আসছে? 

১৮

স্মরণে সংগীতশিল্পী মোহাম্মদ মফিজুর রহমান

১৯

ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু

২০
X