কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি : শরীফউদ্দীন জুয়েল

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দীন জুয়েল। ছবি : কালবেলা
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দীন জুয়েল। ছবি : কালবেলা

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি। পতিত স্বৈরাচারের দোসররা এবং স্বাধীনতার পরাজিত শক্তি এখনো সক্রিয়। তিনি যুবদলের নেতাকর্মীদের সব সময় সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডা থানাধীন ৯৭নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এ সব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

শরীফ উদ্দীন জুয়েল একটি সফল কর্মিসভা আয়োজন করায় ৯৭নং ওয়ার্ড যুবদলকে অভিনন্দন জানান। তিনি বলেন, একটি দলের সাফল্যের মূল শক্তি হচ্ছে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা। কর্মীসভার মূল লক্ষ্য হচ্ছে কর্মীদের মেলবন্ধনে যোগ দিয়ে মহানগর এর সাথে কর্মীদের সেতুবন্ধন সৃষ্টি করা।

জুয়েল বলেন, আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, যারা বিগত স্বৈরাচার সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হয়নি- একমাত্র তারাই ঢাকা মহানগর উত্তর যুবদলে স্থান পাবে। তিনি বিগত আন্দোলনে বাড্ডা থানা যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে, যারা দুর্বৃত্তায়ন-এ জড়িত হবে; তাদের স্থান বিএনপিতে হবে না, যুবদলে হবে না।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্মম আচরণ করেছে বিগত স্বৈরাচার সরকার। মিথ্যা মামলায় সাজা দিয়ে উনাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, সম্মান দেওয়ার মালিক আল্লাহতায়ালা। আজকে আমাদের মা কোথায়, আর আপনি (শেখ হাসিনা) কোথায়?

জুয়েল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অতি প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার আহবান জানান। তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয়।

শরীফ উদ্দীন জুয়েল বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম। তেমনি কেউ যদি আবার কারো সাথে পর্দার আড়ালে আলোচনা করে জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করে, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো।

জুয়েল কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, জনগণই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি এবং আমাদের প্রধান লক্ষ্য, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে একটি প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে জনগণের সরকার গঠন করা, জনগণের সকল অধিকার নিশ্চিত করা।

কর্মিসভায় আরও বক্তব্য রাখেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, বাড্ডা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মীর বাবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

এবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের সড়ক অবরোধ

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযান / এক সপ্তাহে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

৩ মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি-পদোন্নতির আগে নিতে হবে পরামর্শ

দুঃখ প্রকাশ করল বিএনপি

মদপানে চারজনের মৃত্যু, হাসপাতালে ৪

তামিমের সঙ্গে কি হয়েছিল? জানালেন হেলস

১০

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবিতে সারজিসের নামে প্রচার

১১

বিজিবি-বিএসএফ উত্তেজনা, একটা ছবি ভাইরাল

১২

১৯ সন্তানের মা হয়েও পিএইচডি করলেন সৌদি নারী

১৩

চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

১৪

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম

১৫

টানা পঞ্চম ম্যাচ হারল শাকিব খানের ঢাকা

১৬

ভারত গুরুত্বপূর্ণ অংশীদার : আফগান সরকার

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ, পাবিপ্রবির ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী

১৯

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি : শরীফউদ্দীন জুয়েল

২০
X