বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া উপলক্ষে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালনের ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত হুয়াইটচেপেলের একটি রেস্তোরাঁর হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেগম খালেদা জিয়ার নিরাপদ যাত্রা ও রোগ মুক্তি কামনা করে সব মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়।
যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে। সভায় অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
পরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন