গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলায় ২ আসামিকে গ্রেপ্তার ও মিথ্যা প্রপাগান্ডার প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
সোমবার (৬ জানুয়ারি) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ দুপুর ২টায় বিএসএমএমইউ (পিজি হাসপাতাল, শাহবাগ), জরুরি বিভাগের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সংবাদ সম্মেলনে ফারুক হাসান উপস্থিত থাকবেন। এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুক হাসানের ওপর হামলা হয়।
ফারুক হাসান অভিযোগ করে বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে অতিথি করা হয়। আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত হামলা করা হয়।
মন্তব্য করুন