কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রমাণ দেখান বিএনপি কোথায় চাঁদাবাজি-দখলদারি করছে?’

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

দখলের নামে বিএনপি চাঁদাবাজি-দখলদারি করছে বলে একটি ইসলামি দলের অভিযোগের জবাবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আপনারা প্রমাণ করে দেখান- বিএনপি কোথায় এসে চাঁদাবাজি-দখলদারি করছে? এটা আপনাদের বানানো একটা খেলা। এটা আমরা বুঝি।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর সাড়ে এগার নম্বর বাসস্ট্যান্ডে এমডিসি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মাঠে পল্লবী থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির কোনো নেতাকর্মীর চাঁদাবাজি-দখলদারি করার সুযোগ নেই। বিএনপির নামে চাঁদাবাজি, দখলদারি ও লুটতরাজের কথা- এটা সম্পূর্ণ বানানো এবং ফেইক।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিবে না। আপনারা সংস্কারের কথা বলছেন, আমরাও বলছি। আসুন, আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে দেশের সব রাজনৈতিক দলকে একত্রিত করে চলমান যে সংকট রয়েছে সেটার সংস্কার করি।

এ ছাড়া তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বাংলাদেশের সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই আমরা সংস্কার করতে চাই। এভাবে সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠন হবে।

৫ আগস্টের পরও আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্ব স্ব পদে বসে রয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে আমিনুল হক আরও বলেন, আমাদের এখনো দেখতে হচ্ছে- আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে হবে। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। নইলে বাংলাদেশের সাধারণ মানুষ, বাঙালি জাতি আপনাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে দেড় লাখেরও বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এই সময়কালে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। গত জুলাই-আগস্টের আন্দোলনেও বিএনপির বহু নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আমাদের উন্নয়ন হবে জনগণের ভাগ্যের উন্নয়ন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের সব অধিকার পূরণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে এবং থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান ও মোকছেদুর রহমান আবিরের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলী আহসান মোহাম্মদ মুজাহিদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

বিপিএলে আসছেন আইসিসি এলিট আম্পায়ার সৈকত

ফরিদপুরে ট্রেনের সঙ্গে মাক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩ 

যে পথে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে?

ঢাকায় পৌঁছালেন ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি

শ্রমিকলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১০

মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১১

চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫৩

১২

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি চলছে

১৩

ঢাবির মুহসীন হলে পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত শিক্ষার্থী আহত

১৪

ঢাকার তোপখানা রোডের আগুন নিয়ন্ত্রণে

১৫

চীনে শক্তিশালী ভূমিকম্পে বহু মৃত্যুর শঙ্কা, ৩২ মরদেহ উদ্ধার

১৬

ফের কানাডা দখলের খায়েশ জানালেন ট্রাম্প

১৭

ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি

১৮

ঢাকার তোপখানা রোডে ভয়াবহ আগুন

১৯

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

২০
X