বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইকবাল আহমদ তাপাদারকে আহ্বায়ক এবং তাজরুল ইসলাম তাজুলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ ওই কমিটি অনুমোদন করেন।
মন্তব্য করুন